১৬ অক্টোবর ২০২৩,সিরাজগঞ্জ প্রতিনিধি:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ পৌরসভার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে সিরাজগঞ্জ পৌরবাসীর পক্ষ হতে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (১৬ অক্টোবর) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে – পৌরসভার আয়োজনে নাগরিক সংবর্ধনায় ফুলে ফুলে সিক্ত হন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
জাতীয় জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন ২০২৩ কার্যক্রমে শ্রেষ্ঠ পৌরসভা ক্যাটাগরিতে সারা দেশের ৩২৮ টি পৌরসভার মধ্যে সিরাজগঞ্জ পৌরসভার অসাধারণ অবদান রাখায় পৌরবাসীর পক্ষ থেকে মেয়র মুক্তাকে স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা দেওয়া হয়।
পৌরসভার প্যানেল মেয়র নুরুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার নয়,এ কৃতিত্ব সিরাজগঞ্জ পৌরসভার প্রতিটি পৌর নাগরিকের।
পৌরসভার নানামুখী উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য শেষ করেন। এছাড়াও প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের স্মৃতিচারন করে কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম.হোসেন আলী হাসান,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির লিমিটেডের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী তালুকদার,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস,যুগ্ন-সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম.শাহ্ আলম। স্বাগত বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান,শুভেচ্ছা বক্তব্যে রাখেন, পৌরকাউন্সিলর মোঃ মামুনুর রশিদ মামুন ও রোমানা রেশমা।
মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে বক্তব্যে রাখেন,জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গাজী সোরহাব আলী সরকার।
সাংস্কৃতিক সংগঠনের পক্ষে বক্তব্যে রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য আসাদ উদ্দিন পবলু, সাংবাদিকদের পক্ষে বক্তব্যে রাখেন,চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন,রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন এবং ক্রেস্ট উপহার দেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার,ব্যবসায়ী নেতা মোঃ সাইফুল ইসলাম।
সংবর্ধিত মেয়রকে পৌরসভার কাউন্সিলদের মধ্য হতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে- রিয়াদ রহমান, শিপু আহমেদ,হাসানুল হক মোল্লা ফাহিম,জুলফিকার হাসান খান,জাহাঙ্গীর আলম ভূট্র,আরজু,হোসেন আলী,তাজ উদ্দিন সেখ,বেল্লাল হোসেন আব্দুল আলীম মন্ডল সাইফুল ইসলাম,শিখা খাতুন,মিরা খাতুন,স্বপ্না হাবীব,তহমিনা খাতুন সহ অন্যান্যরা।
উল্লেখ্য,গত ৬ অক্টোবর হোটেল কন্টিনেন্টালে মেয়রকে এ পুরষ্কার দেয়া হয়।