৩ নভেম্বর ২০২৩,আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ – সিরাজগঞ্জে জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও জাতীয় চার নেতা এম মনসুর আলী,সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দিন আহমেদ ও এম কামরুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরীর আয়োজনে- শুক্রবার (৩ রা নভেম্বর-২০২৩) সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা জামে মসজিদে বাদ জুম্মায় বঙ্গবন্ধু ও ৪ জাতীয় নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার পর মসজিদে উপস্থিত মুসল্লীদের মাঝে এবং চৌরাস্তায় ও মুজিব সড়কে রিকশাচালক সহ অন্যান্য পেশাজীবীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু,স জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন,সাবেক স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন হোসেন,সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষায়ক সম্পাদক জুয়েল রানা বিজয়, ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আলহাস সরকার,মরহুম মোতাহার হোসেন যুব পরিষদের সভাপতি মোঃমকবুল হোসেন মুকুল,স্বেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক রাকিবুল ইসলাম রকি,সিরাজগঞ্জ সরকারি কলেজের যুগ্ম-সাধারন সাধারন সম্পাদক জিম আহামেদ আকাশ সহ নেতৃবৃন্দরা এবং মসজিদে মুসল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মহানায়ককে হারানোর শোকে জাতি যখন মুহ্যমান তার পরই জাতিকে মেধাশুন্যের খেলায় জাতীয় ৪ নেতা এম মনসুর আলী,সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দিন আহমেদ ও এম কামরুজ্জামানকে ৭৫ এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুনি মোস্তাকের নির্দেশে জেনারেল জিয়াউর রহমান এই ৪ নেতাকে নির্মম ভাবে হত্যা করে।