আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ-“স্মার্ট যুব সমৃদ্ব দেশ’বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বুধবার(১ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আজহারুল ইসলাম,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে যুব রেজিষ্ট্রেশনের সনদপত্র ও যুব ঋণের চেক প্রশিক্ষনার্থীদের মাঝে বিতরণ করেন -জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক( উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)গনপতি রায়,জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান,জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী,এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের,জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো.আক্তারুজ্জামান,যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কর্মকর্তা ইকবাল হোসেন,এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার,ইলেকট্রিক্যল,রেফ্রিজারেটর প্রশিক্ষণের প্রশিক্ষকগন,বিভিন্ন বিভাগের কর্মকর্তা,বেকার যুবক নারীগণসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবকদের মাঝে নতুন সংগঠনের সনদ বিতরণ এবং বেকার যুব নারী পুরুষের মধ্যে নয় লাখ টাকার ঋণ বিতরণ করেন।