December 9, 2024, 5:08 am

সিরাজগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনাল খেলা 

Reporter Name
  • Update Time : Sunday, October 8, 2023,
  • 29 Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় সিরাজগঞ্জ সদর জয়লাভ করে। 

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম রকিবুল হাসান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য,বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম,কাজিপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান শিরাজী,  জেলা মহিলা আওয়ামী লীগের সহ- সভাপতি  ফারজানা সিদ্দিকা অপু,কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি,বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। 

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে-
শনিবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত খেলায়  বর্তমান চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ সদর উপজেলা ২-১ গোলে কাজিপুর উপজেলাকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। 

খেলা শুরুর ৮ মিনিটে কাজিপুর উপজেলার খেলোয়াড় আলহাজ্বের গোলে এগিয়ে যায় কাজিপুর উপজেলা পরবর্তীতে সদর উপজেলার নাইজেরিয়ান খেলোয়াড় আইকের দেওয়া জোড়া গোলে সদর উপজেলা জয়লাভ করে। 

এ খেলাটি পরিচালনা করেন, এস এম জাহিদুজ্জামান কাকন,আলহাজ্ব ফিরোজ ইসলাম, তরিকুল ইসলাম মেজর ও হাফিজুল ইসলাম।খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার ও প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং অতিথি ধারাভাষ্যকার মোঃ খোরশেদ রায়হান।

উল্লেখ্য,গতকাল শুক্রবার  প্রথম সেমি ফাইনালে তাড়াশ উপজেলা টাইব্রেকারে ৬-৫ গোলে চৌহালী উপজেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। 

আগামী ১১ অক্টোবর,বুধবার ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919