সালথায় অবৈধ ড্রেজার জব্দ ও জরিমানা
জাহিদ হোসেনঃ সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারা পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ১টি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ২৯ জুলাই বিকাল সাড়ে ৫ টার দিকে এই অভিযানে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার।
সালথা উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকার তমিজ উদ্দিন মোল্যার ছেলে সাগর মোল্যা বয়স (৪০) গোপালিয়া গ্রামের বিশু মোল্যা বয়স(৩৫) নামক এক ড্রেজার ব্যবসায়ীকে দিয়ে কয়েকদিন যাবৎ উক্ত স্থানে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার এ অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায় বালু উত্তোলনের ড্রেজার মেশিন চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ওই এলাকার আশেপাশের বসতভিটা ও ফসলি জমি মারাত্বক ক্ষতি হচ্ছে। শুক্রবার বিকেলে ঘটনাস্থানে গিয়ে বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে ১টি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।
তিনি আরো বলেন, সালথা উপজেলায় বালু উত্তোলন বন্ধে প্রশাসন অত্যন্ত কঠোর। অবৈধভাবে বালু-উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। সারা সালথা উপজেলার যে কোন জায়গা থেকে এই পন্থায় বালু উত্তোলন করা হলে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহন করা হবে।