হেলালী খাতুন (দিপা) রাজশাহী:
বীর মুক্তিযোদ্ধা,প্রবীন রাজনীতিবিদ,রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য জিন্নাতুন নেসা তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ভোর ৫ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জিন্নাতুন নেছা এমপির রিলেটিভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ৯ ই জুলাই ১৯৪৭ সালে রাজশাহীতে মুসলিম পরিবারে জন্মগ্রহন করে। জিন্নাতুন নেছার পিতা পারভেজ আলী মিয়া ও মাতা জহুরা খাতুনের মেয়ে তিনি। মৃত্যকালে উনার বয়স হয়েছিল ৭৮ বছর। কিছুদিন আগে‘Arotic stenosis’এই রোগ নিয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান। তিনি নওহাটা সরকারী ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। জিন্নাতুন নেছা তালুকদার বাংলাদেশ রাজশাহী জেলার রাজনীতিবিদ ও বীর মুক্তি যোদ্ধা ছিলেন । সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন।১৯৯৭ সালে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হন। পরবর্তীতে তিনি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। তিনি মন্ত্রীপরিষদভুক্ত ৪৩ জনের অন্তর্ভভুক্ত ৩ জন নারীর মধ্যে একজন ছিলেন।২০০১ সালে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। ২০১৮ সালে তিনি একুশে পদকে ঘোষিত হন।মৃত্যুকালে তিনি দুই ছেলে,ছেলের বৌ,ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি রাজনৈতিক শেষ জীবনে বাগমারা উপজেলার তৃনমুল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ সন্ধায় মৃত জিন্নাতুন নেছার লাশ রাজশাহীতে তার নিজ বাসভবনে আনা হবে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন নেসা তালুকদার ২৪ ঘন্টা টেলিভিশনের উপস্থাপিকা ও দৈনিক শেষ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হেলালী চৌধুরী দীপার নানীর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন ২৪ ঘন্টা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকির হোসেন,২৪ ঘন্টা টেলিভিশনের সাব- এডিটর ও দৈনিক শেষ সংবাদ পত্রিকার বার্তা- সম্পাদক শেখ সেলিম রেজা,২৪ ঘন্টা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর তুষার আহম্মেদ,২৪ ঘন্টা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোঃ মিলন কবির,২৪ ঘন্টা টেলিভিশনের উপস্থাপক এ এইচ রাজীব,দৈনিক শেষ সংবাদ পত্রিকার সাব নিউজ এডিটর মীর খাইরুল আলম,২৪ ঘন্টা টেলিভিশন এর স্টাফ রিপোর্টার এলিজা পারভিন লিজা,উন্নয়নে বাংলাদেশ টিম এর নির্বাহী সম্পাদক ও দৈনিক শেষ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার আফরোজা আক্তার সাদিয়া,২৪ ঘন্টা টেলিভিশনের মোহাম্মদ আলী,কে এম শহিদুল ইসলাম সহ আরও অনেকেই।