আসাদ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে স্টীলের বার্মিজ চাকুসহ ওমর আলী (২০) নামের এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে অস্ত্র আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ওমর আলী নওগাঁ জেলার শ্রীধরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, শনিবার রাতে সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে পুলিশ সদস্যরা রাত্রী কালীন চেকপোস্টে ডিউটি করছিল।
এসময় মোটরসাইকেল করে ছাতিয়ানগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল ওমর আলী। তার আচরণ সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে। এরপর তাকে তল্লাশি করে একটি স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু পাওয়া যায়। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।