২৬ সেপ্টেম্বর ২০২৩,সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া জসিমের বাড়িতে উঠান ও চকশিয়ালকোল সাত্তার হাজীর বাড়িতে দুইটি গ্রামে ” ৫০ জন স্বপ্নসারথি” দলের তৃতীয় মাসের সেশন ( স্বপ্নকে ছুঁয়ে দেখি পর্ব -১) জীবন দক্ষতা উন্নয়ন সেশন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল হতে বিকেল পর্যন্ত উক্ত সেশন ২ টি পরিচালনা করেন, অফিসার (সেলপ), মোঃ মাসুদ রানা।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ম্যানেজার মিডিয়া ইউনিট ব্র্যাক, সোলেমান নিলয়, ম্যানেজার কমিউনিকেশন( সেলপ) সোনিয়া ফারজানা, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ব্র্যাক, আমিনা খান সাবাহ, সাংবাদিক বিডিনিউজ ২৪ সাফাত রহমান, সাংবাদিক ইত্তেফাক রাবেয়া বেবি, আজকের পত্রিকা অরচি হক, ঢাকার ট্রিবিউন মারিন আমিন, ঢাকা পোস্ট তানভিরুল ইসলাম, সেশনে আর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ম্যানজার (এসএম) সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান, ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ।
সেশন গুলো সার্বিক সহযোগিতা করেন, মোঃ সাইফুল ইসলাম, উক্ত সেশনে পাশাপাশি তারা স্বপ্নসারথি অভিভাবক, স্থানীয় লোকজন, বাল্যবিয়ে প্রতিরোধ করেছে এমন কিশোরীদের সাথে আলাদা আলাদা ভাবে মতবিনিময় করেন। পরিশেষে অফিসার সেলপ মোঃ মাসুদ রানা সাথে সাক্ষাৎ গ্রহন করেন।