কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ১১৩ গ্রামপুলিশ সদস্যরা পেল বাইসাইকেল ও পোশাকসহ নানা
সরঞ্জামাদি। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সরঞ্জামাদি গ্রামপুলিশ(দফাদার ও মহল্লাদার) সদস্যদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উপজেলা গ্রামীণ জনপদের মানুষের নিরাপত্তাসহ নানা প্রয়োজনে পাশে থাকা নিরলস গ্রামপুলিশ সদস্যরা বাইসাইকেল ও পোশাকসহ নানা সরঞ্জামাদি হাতে পেয়ে
যারপর নেই খুশি ।
উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলাচেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রমুখ।
২০২২-২০২৩ অর্থবছরে গ্রামপুলিশদের জন্য বিতরণ করা এ সামগ্রীর মধ্যে ছিলো: বাইসাইকেল, হাফশার্ট,ফুলপ্যান্ট,চামড়া জুতা, ব্যাচ প্রভৃতি।