December 9, 2024, 3:56 am

সাংসদ শাহে আলম’কে শোকজ করল

Reporter Name
  • Update Time : Tuesday, October 17, 2023,
  • 26 Time View

১৭ অক্টোবর ২০২৩,নিজস্ব প্রতিবেদক: বরিশাল ২ আসনের ( উজিরপুর – বানারীপাড়া) মাননীয় সংসদ সদস্য,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো.শাহে আলম এমপি’কে শোকজ নোটিস প্রদান বানারীপাড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক এ্যাড.মাওলাদ হোসেন সানা’র অনাধিকার চর্চা ও ধৃষ্টতা বলে জানালেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় মন্ত্রী জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহ।

এব্যপারে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়,জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের অনুমতি ছাড়া বর্তমান এমপি’কে শোকজ করার কোন অধিকার নেই উপজেলা আওয়ামী লীগের। এটা সংগঠনের নিয়ম লঙ্ঘন করার সামিল। তাই জেলা আওয়ামী লীগ কর্তৃক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে এমন কান্ড করার জন্য কারণ দশদনোর নোটিশ প্রদান করা হয়। যার সৎউত্তর না দিতে পারলে তাদের বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানান,দক্ষিণ অঞ্চলের আওয়ামী লীগের রাজনৈতিক অবিভাবক মাননীয় মন্ত্রী জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

অন্যদিকে এবিষয়ে বরিশাল ২ আসনের সাংসদ আলহাজ্ব মো.শাহে আলম এমপি জানান,আমি দলীয় এমপি তাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় এমপি হিসাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যাকে খুশি মনোনয়ন দিবে তার পিছনে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কাজ করবো। কিন্তু দলীয় কিছু দুষ্ট লোকের বুদ্ধিতে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ আমাকে শোকজ করে,যা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে আমি মনে করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919