মোঃ আব্দুর রাজ্জাক,সরাইল প্রতিনিধি:-“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগান কে সমানে রেখে,ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলান হেলাল মিয়া ও গীতা পাঠ করেন অক্ষয় চৌধুরী।
১৫ সেপ্টেম্বর,শুক্রবার বিকালে সরাইল থানা পুলিশ কর্তৃক আয়োজিত শাহজাদাপুর মলাইশ আবুচাঁন মার্কেটের খোলা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাদাপুর ইউনিয়ন বিট অফিসার এসআই মো: জসীমউদ্দীনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সরাইল থানার ওসি মোহাম্মদ একরামুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, শাহজাদাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাউফুল্লাহ ঠাকুর,আরও বক্তব্য দেন শাহজাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,কামরুজ্জামান আনসারী সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়।
মাদক জুয়া ও বাল্যবিবাহ নির্মুল করার লক্ষ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোঃ মাহবুব খাঁন (বাবুল)। আরও বক্তব্য রাখেন,দেওড়া হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি লায়ন জুম্মান চৌধুরী সুজন।পরে স্থানীয় ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার কাকলী রাণী দাস,
৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার শারমিন বেগম,
৬ নং ওয়ার্ডের মেম্বার হরিবিলাস,সহ প্রমুখ।