আব্দুর রাজ্জাক সরাইল প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়া সরাইল ইউনিয়ন ছাদেক মিয়ার সভাপতিত্বে,ও সরাইল ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল ইসলামের সঞ্চালনায়,এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,মোঃ ছাদেক মিয়া ভার প্রাপ্ত চেয়ারম্যান ৭নং সরাইল ইউপি,ওনি বলেন স্থানীয় সরকার যে কার্যক্রম আছে তা আমরা যতাযতভাবে পালন করব।
এসময় বক্তব্য রাখেন মুসাহেদ উল্লাহ সদস্য ৭ওয়ার্ড ৭ সরাইল ইউপি মোঃ রুবেল ভূইয়া সদস্য ৬নং ওয়ার্ড ৭নং সরাইল। মোঃ সালাহ উদ্দিন (সুরুজ সদস্য ৪নং ওয়ার্ড,৭নং সরাইল ইউপি।আজির উদ্দিন (সোহেল) সদস্য ৫নং ওয়ার্ড, ৭নং সরাইল ইউপি।মোঃ আরিজ মিয়া সদস্য,৩নংওয়ার্ড ৭নং সরাইল ইউপি।শামীমা আক্তার ১.২.৩.নং মহিলা সংরক্ষিত ইউপি সদস্য,৭নং সরাইল।
আমোদা বেগম,৪.৫.৬.নং মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ৭নং সরাইল ইউপি।লিটা আক্তার ৭.৮.৯.নং মহিলা সংরক্ষিত ইউপি সদস্য ৭নং সরাইল ইউপি। প্রমুখ,
পরে বক্তারা বলে মাদক জুয়া বাল্য বিবাহ সহ এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ নির্মুল করেছি,এবং আর কখনো এই ধরনের অসামাজিক কাজ না করতে পারে আমরা সেদিকে খেয়াল রাখব।