July 13, 2025, 1:59 pm

সরাইলে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Thursday, September 28, 2023,
  • 65 Time View

মোহাম্মদ আলী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ০৬ কেজি গাঁজাসহ মোঃ জিতু মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া বাজারের দক্ষিণ পার্শ্বে মৈন্দ রাস্তার মাথায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিতু মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পুলতাকান্দি গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম সার্বিক দিক নির্দেশনায় চলমান মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করাকালে এসআই (নিরস্ত্র)/মোঃ নুরুল করিম, এএসআই (নিঃ)/রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নোয়াগাও ইউনিয়নের বাড়িউড়া বাজারের দক্ষিণ পার্শ্বে মৈন্দ রাস্তার মাথায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে মোঃ জিতু মিয়াকে ০৬ (ছয়) কেজিসহ গ্রেপ্তার করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919