মোঃ আব্দুর রাজ্জাক,(সরাইল)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,লোকমান মিয়া (২৯),আমজাদ (১৮) ও শরীফ (১৫)। তাদের মধ্যে লোকমান ও আমজাদের বাড়ি সরাইল উপজোলার সদর ইউনিয়নের নিজসরাইল এবং শরীফের বাড়ি জিলুকদার পাড়া গ্রামে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,দুপুরে নির্মাণশ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তার রডে জড়িয়ে তিন জনই বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে তাদের মুমূর্ষু অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এই খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরুয়ার উদ্দিন,মৃত ব্যক্তিদের পরিবার কে ২৫.০০০/- হাজার টাকা সরকারি আর্থিক সহায়তা প্রধান করেন করেন বলে জানা যায়।