মোঃআব্দর রাজ্জাক সরাইল ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্নেডোর আঘাতে ২০ টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে গেছে।শুক্রবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাল মিয়া পাড়া গ্রামের মেরাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল জানান,সকাল থেকেই ভারি ও মাঝারি আকারে বৃষ্টিপাত হচ্ছে। বিকাল ৩ টায় হঠাৎ করে মেরাতলী মাঠের দিক থেকে প্রচণ্ড গতিতে একটি টর্নেডো ধেয়ে আসে
তান্ডবলিলা চালায়।
মুহূর্তেই এলাকার ২০ টিনশেড ঘরে আঘাত করে। এ সময় সাত থেকে আটটি বসতঘরসহ অনন্ত ২০ টি বিভিন্ন ধরনের দোকান লন্ডভন্ড হয়ে টিন গুলো গাছে ঝুলিয়ে থাকে।এছাড়া টিনের চালা উড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে জড়িয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি বিভিন্ন গাছের ডালপালা ভেঙ্গে বাড়ি ঘরের উপরে পড়ে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান,ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।
তাৎক্ষণিকভাবে ১২ টি পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ টাকা দেওয়া হবে।