মোহাম্মদ আলী,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়া সরাইল নতুন হাবলী গ্রামে ঘটে গেল,গত ২৫ শে সেপ্টেম্বর ২০২৩ রোজ সোমবার রাত আনুমানিক ১.২০ মিটিট,নতুন হাবলী গ্রামের বাবুল মিয়ার মদির দোকানে ভয়াবহ আগুনের সূত্রপাত,এই আগুনের লেলিহান শিখা দোকানের যত মালামাল ছিল সবকিছু যেন মুহুূর্তেই পুড়ে চাই হয়ে গেছে,প্রত্যক্ষ দর্শীর বরাদ্বে যানাযায় আগুন লাগার পর ধোঁয়া দেখে পাশের একটি বাড়ির মহিলা তার দেবর ও আত্মীয় কে ডেকে বলেন বাবুল মিয়ার দোকানে আগুন লেগে গেছে,পরে লোকজন বাবুল মিয়ার বাড়িতে গিয়ে বলেন আপনার দোকানে আগুন লাগছে,এই কথা শুনে বাবুল মিয়া ও তার ছেলে, দৌড়ে আসেন,পরে বাবুল মিয়া আগুন দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন।
এসময় একজন সরাইল থানায় ফোন করলে তাৎক্ষণিক পুলিশ ফায়ার সার্ভিস কে জানান,ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন,কিন্তূ দুইদিন পরে বাবুল মিয়া কে জিজ্ঞাসা করলে,আগুনের সূত্রপাত কিসের থেকে হইতে পারে,সে বলেন আমার দোকানের উত্তর দিকের জানালার তিনটি পাট,এর মধ্যের একটি পাট খোলা, তাই আমার সন্দেহ আমার চিনির বস্তা পুড়ে গেছে আমি
চিনির মধ্যে কেরোসিনের গন্ধ পেয়েছি,হইত কেউ শত্রুতার কারণে কেরোসিন দিয়ে আগুনের সূত্রপাত ঘটাতে পারে,তাই এই বিষয়ে আমি সরাইল থানায় একটি অজ্ঞাত নামা অভিযোগ করেছি,আমার দাবী পুলিশ সুষ্ঠ তদন্ত করে আসল দোষী কে খোঁজে বের করে আইনের আওতায় আনা হউক,এবং সরকারের কাছে আমার দাবী আমাকে সরকারিভাবে যদি কোনো সাহায্য করেন। তাহলে আমার ছেলে মেয়ে নিয়ে দাঁড়াতে পারব।