January 15, 2025, 6:36 am
শিরোনামঃ
তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”- শীর্ষক কর্মশালা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা পশ্চিম গুজরায় লোকনাথ ব্রম্মচারী সেবাশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রীমদ্ভগবদগীতাপাঠ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইড’র প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি রোহিঙ্গা ডাকাতের লাশ উদ্ধারে রোহিঙ্গাদের আনন্দ-মিছিলও মিষ্টি বিতরণ ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছে নবাগত ইউ এন ও সাগুফতা হকের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় শীতার্ত জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ

সরাইলের কুট্টাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে গ্রেফতার – ৫

সারাইল প্রতিনিধি:: সরাইল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় গত ৭ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ রাত ১১:২৫ মিনিটে সরাইল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম কুট্টাপাড়া এলাকার ফাইভ স্টার অটোরাইস মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে
৫ জন অভ্যাসগত ডাকাতকে গ্রেফতার করে।

অভিযান পরিচালনায় ছিলেন-
১। এসআই (নিরস্ত্র)
মোঃ আবু তাহের
২।এসআই (নিরস্ত্র)
মোঃ জয়নাল আবেদীন
৩। এসআই (নিরস্ত্র)
মোহাম্মদ ফারুক হোসেন
৪। এএসআই (নিরস্ত্র)
রুবেল আখন
৫। এ এস আই (নিরস্ত্র)
মোঃ সামশুল আলম
৬। এ এস আই (নিরস্ত্র)
মোঃ লিটন মিয়া
সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তারা অপরাধীদের আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত ডাকাতদের পরিচিতি
১। মোঃ লিয়াকত আলী (৩৪)
পিতা: মৃত আব্দুল কাহার
মাতা: জয়নব বেগম
সাং: মালিহাতা, ১নং ওয়ার্ড,
বুধল ইউনিয়ন, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।
মামলা
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার জিআর-২২৯/১৯ (ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/১১৪/৩৪)।
মৌলভীবাজার থানার মামলা নং-৯/৩৬৫, তারিখ-১২/১২/২০১৭ (ধারা: ১৪৩/৪০৬/৪২০/৩৭৯)।

২। মোঃ শরীফ (২৩)
পিতা: মৃত ফরিদ মিয়া
মাতা: হামিদা বেগম
সাং: চান্দিয়ারা, বড় বাড়ি, বুধল ইউনিয়ন, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।

৩। মোঃ সাগর (২২)
পিতা: ফুল মিয়া
মাতা: নাসরিন বেগম
সাং: সাদেকপুর, ৩নং ওয়ার্ড, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।

৪। মোঃ শামীম মিয়া (২০)
পিতা: মোঃ আক্তার মিয়া
মাতা: মোছাঃ আসমা বেগম
সাং: মালিহাতা, চৌকিদার বাড়ি, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।
মামলা:
সরাইল থানার জিআর-২৭৫/২৩ এবং জিআর-৮০/২৪ (ধারা: ৩৯৯/৪০২)।

৫। মোঃ আলী আজম (৩৪)
পিতা-মোঃ আব্দুল হামিদ
মাতা-মোছাঃ মাকসুদা
সাং: ইসলামবাগ, নুর ইসলাম সর্দারের বাড়ি, ২নং ওয়ার্ড, বুধল ইউনিয়ন, সদর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।
মামলা
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার জিআর-৩৩০/২৪ (ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(গ)/৩০)।
মামলা নং-২৮/১৪৮, তারিখ-১২/০৩/২০১৮ (ধারা: ১৪৩/৩৪১/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/১১৪)। উদ্ধারকৃত আলামত ১টি চাইনিজ কুড়াল ৪টি বিভিন্ন সাইজের ছোরা

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য ফৌজদারি মামলায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ISO,NO-QMS/012111/0919