সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন সরকার ১৩ টি মন্ত্রণালয়ের মাধ্যমে পুষ্টি নিয়ে কাজ করছে। মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। যারা তৃণমূলের লোকজন তাদের আরও বেশি সচেতন করতে হবে। আপনি আমি সবাই যার যার জায়গা থেকেই এ কাজটি করার আহবান জানান তিনি। আমাদের দেশের মানুষ এখনও অনেক মানুষ অ পুষ্টি জনিত কারণে ভোগছে। পুষ্টি হীনতা দুর করতে জন্মের পর শিশুকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টি কর খাবার দিতে হবে। সুচনা ভালো কাজ করেছে আরও বিস্তৃত হোক তাদের কাজ।
সুনামগঞ্জ জেলার ৪ টি উপজেলার ১২ টি ইউনিয়নে সুচনা কাজ করছে। আগামীতে সব উপজেলায় এ কর্মকাণ্ড করার ও আহবান জানান জেলা প্রশাসক।
৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুচনা বেস্ট প্র্যাকটিস রেপল্কেশন লার্নিং শেয়ারিং ও অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। স্বাস্থ্য. কৃষি.প্রাণী সম্পদ. মৎস্য ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের রেপল্কেশন কর্মসূচি বিষয়ক মতামত উপস্থাপন করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিম. জেলা প্রাণী সম্পদ অফিসার আসাদুজজামান. মৎস্য অফিসার. কৃষি দফতরের অফিসার মোস্তফা আজাদ. ত্রান অফিসার শফিকুল ইসলাম. সুনামগঞ্জ সদর ইউএনও সালমা পারভীন. শান্তিগঞ্জ ইউএনও ও বিশ্বম্ভরপুর ইউএনও সহ অন্যান্য কর্ম কর্তা গণ উপস্থিত ছিলেন।