December 8, 2024, 8:55 am
শিরোনামঃ
কালিগঞ্জে মেধাবী শিক্ষার্থীর ফরম পূরণের অর্থ প্রদান সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুর্গাপুরে প্রকল্পের টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ

সবুজে ভরে গেছে ডুমুরিয়ার মাঠ

Reporter Name
  • Update Time : Thursday, September 28, 2023,
  • 31 Time View

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:-খুলনার ডুমুরিয়া সবুজে ভরে উঠেছে। কৃষি প্রধান এই জনপদে এখন চোখ মেললেই সবুজ আর সবুজ। উপরে নীল সাদা মেঘের ভেলা। নিচে বিস্তীর্ণ এলাকাজুড়ে সবুজ ধানক্ষেতসহ নানা ধরনের ফলের বাগান। সবকিছুই নতুন পাতায় সবুজাভ। সবকিছু সবুজে একাকার। যেন সবুজ চাদর বিছানো সমতল। সকালের সূর্যের আলো ছড়িয়ে দেয় এক ধরনের মুগ্ধতা, দুপুরে অন্যরকম, বিকেলের গোধুলীর রং ছড়িয়ে পড়ে সবুজ ঘেরা মাঠে।

এবার আমনের ফলন ভালো হওয়ার আশাবাদ ব্যক্ত করছেন কেউ কেউ । বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মৃদু বাতাসে দুলছে ধানক্ষেত। কেউ কেউ ব্যস্ত সময় পার করছেন আমন পরিচর্যায়। বর্তমানে আমন ধানের চারাগুলো শিষ দেওয়া শুরু করেছে। আর কিছুদিন পরেই ধানক্ষেতগুলো ভরে যাবে শিষ দিয়ে। কৃষকরা বলছেন, এবছর আবহাওয়া অনেক ভালো । সময়মতো বৃষ্টি হয়েছে। রোদও পাওয়া গেছে। তাই ধানের ফলন ভালো হবে।

ধানের শিষে তাই নতুন স্বপ্ন বুনছেন তারা। কৃষকরা জানান, কীট-পতঙ্গ পোকা মাকড়ের আক্রমণ বেড়েছে। সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ার কারণে আমন আবাদে খরচের পরিমাণ বেড়েছে। তবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডুমুরিয়ার তৎপরতায় রোপা আমন ধানে একদিকে রোগ-পোকামাকড় যেমন করা যাচ্ছে দমণ অন্যদিকে জমিতে বেড়েছে সুষম মাত্রায় সারের ব্যবহার। ফলশ্রুতিতে আশা করা যাচ্ছে এ বছর আমন ধানের উৎপাদন বেড়ে যাবে, পাশাপাশি উৎপাদন খরচ থাকবে সহনীয় পর্যায়ে । ডুমুরিয়া উপজেলার এলাকার কৃষক আবেল হোসেন জানান, এক বিঘা জমিতে আমন আবাদ করতে ১৪ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। ফলন ভালো হলে বিঘায় ২০ থেকে ২৫ মণ ধান পাওয়া যাবে। এবারে ধানের দাম ভালো পাবো বলে আশা করছি। আমরা কৃষক মানুষ । খাবারের জন্য কিছু ধান জমা রাখতে হয়। কিছু ধান বিক্রি করে সারা বছরের কেনা কাটা, বাচ্চাদের লেখাপড়ার খরচ মেটাতে হয়। গৃহস্থালি কাজ কাম তো আছেই। সবকিছুর দাম বেড়ে গেছে। তাই উৎপাদিত ধানের ন্যায্য দাম না পেলে খুব অসুবিধা হবে। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন বলছেন, উপজেলায় এ বছর ১৫, ৯৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তিনি আরো জানান, সবুজে ভরে গেছে ডুমুরিয়া এ বছর আবহাওয়া অনুকূলে। আমনের আবাদ ভালো হয়েছে। ফলনও ভালো হবে আশা করছি। ধানের ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919