March 23, 2025, 2:00 pm
শিরোনামঃ
টেকনাফে বিজিবি সদস্য নিখোঁজ, চার রোহিঙ্গা’র মরদেহ উদ্ধার নওগার পোরশা উপজেলা ০৪নং গাংগুরিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফ শাহপরীর দ্বীপে যৌথ অভিযানে ৪০হাজার ইয়াবাসহ ৭আটক গনঅধিকার পরিষদের নাম ভাঙিয়ে আরমান ওরফে রাসেলের অপকর্মের শেষ কোথায় কুড়িগ্রামে আলোচিত কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক যশোর শিক্ষা বোর্ডের :২৩ এস এসসি পরীক্ষা নীতিমালা প্রকাশ বিরলে আলোর দিশারী কুঞ্জ এর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচাল বন্ধ; জনদুর্ভোগ চরমে নড়াইলের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার আসামি গ্রেফতার শ্যামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপে কালাপানিয়া জগৎ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ধীরগতি, পাঠদান ব্যহত

Reporter Name
  • Update Time : Tuesday, September 3, 2024,
  • 30 Time View

মাহমুদ সন্দ্বীপ প্রতিনিধি :: সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক ধীরগতির কারণে কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তি পোহাচ্ছে। পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুরা খেলাধুলা করার ক্ষেত্রেও দুরাবস্থার শিকার। নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় ১ বছর আগে ।

কিন্তু কাজের এখন ও ৫ ভাগ শেষ হয়নি। দীর্ঘদিন থেকে কাজ ফেলে রাখায় শিক্ষার্থী ও শিক্ষকরা দুঃসহ দুর্ভোগে পড়েছেন। ঠিকাদারের অবহেলায় এ পরিস্থিতির সৃষ্টি হলেও কর্তৃপক্ষ নির্বিকার থাকায় দিন দিন সমস্যা আরো বাড়ছে।

স্কুল গেইটে ন্যাম প্লেটে দেখা যায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর ৪ কোটি ৪২ লক্ষ টাকা ব্যায়ে MDSP প্রকল্পের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন তৎকালীন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। নির্মান কাজের সময় ধরা হয় ২৪ মাস, সে সময় অতিবাহিত হয়েছে এখন ১০ মাস হতে চললো কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহেদ কনেকষ্টাশন পাইইলিং ও স্কুল মাঠে বালু ফেলে রেখে আর আসে নি।

জানা গেছে ১৯৬২ সালে কালাপানিয়া ইউনিয়নে জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এদিকে বিদ্যালয়ে পাঠদান চলছে জরাঝীর্ণ ঘরে। নতুন ভবন নির্মাণের করা হচ্ছে তাই পুরোন ভবনটি ২০১৪ সালে ভেঙে ফেলা হয়েছে। ফলে বেড়া দিয়ে কোনো রকমে ঘেরা ঘরে চলছে শিক্ষা কার্যক্রম।

নতুন ভবনের কাজ কবে নাগাদ শেষ হবে বলতে পারে না কেউ। পাঠদান অব্যাহত রাখার জন্য বাঁশের খুঁটি, বেড়া ও টিনের চাউনি দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয় ২০১৪ সালে । নড়বড়ে উক্ত স্থাপনাটি ঝড় বৃষ্টিতে গত ১০ বছর পর্যন্ত কয়েকবার বিধ্বস্ত হয়। এতে পাঠদান কার্যক্রম দূরূহ হয়ে পড়েছে। প্রচন্ড তাবদাহে ও বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী অত্র বিদ্যালয় ত্যাগ করে অন্যত্র চলে গেছে, যা সত্যিই খুবই দুঃখজনক বর্তমানে বিদ্যালয়টিতে পড়ালেখা করছে ১৩০ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের রেজাল্ট ও ভালো। কিন্তু শ্রেণিকক্ষের সংকট রয়ে গেছে । ফলে পাঠদান ব্যাহত হচ্ছে।

কালাপানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর বলেন আমি ১১ বছর এ বিদ্যালয়ে কর্মরত আছি, যখন এ স্কুলে আসি তখন এখানে ২ টি ভবন জরাজীর্ণ ছিল ১৪ সালে আমরা ২ টি ভবন ঝুকিপূর্ণ বিধায় ভেঙে এগুলো টেন্ডার দিয়ে দিই। সেটা দিয়ে বিদ্যালয় কতৃপক্ষ গাছ ও টিন দিয়ে ছোট্ট ঘর নির্মান করে কোন রকম স্কুলের পাঠদান চালিয়ে যাচ্ছি । কিন্তু ক্লাস রুম গুলো অত্যন্ত ছোট।

ভবন না থাকায় শিক্ষক রুম ও পাঠদান ব্যাহত হচ্ছে, দশবছর আগে বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ছিল ৩৫০ বর্তমান আধুনিক যুগে ভবন না থাকায় এলাকায় কোন অভিভাবক তাদের সন্তান দের এই স্কুলে না দিয়ে অন্য স্কুল বা মাদ্রাসা দিয়ে দিচ্ছে, এভাবে চলতে থাকলে বিদ্যালয়টি শিক্ষার্থী সংকটে হুমকির মধ্যে পড়তে পারে, বর্ষাকালে শ্রেণী কক্ষে পানি প্রবেশ করে উপর থেকে ও পারি পড়ে। গরমে বসা দায় হয় পড়ে, এথেকে দ্রুত আমরা উত্তরণ চাই।

সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম বলেন এমডিএসফির আমাদের সন্দ্বীপে প্রায় ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ এ অবস্থায় পড়ে আছে। বার বার আমরা বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919