মোঃ এনামুল হক,স্টাফ রিপোর্টার:-গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ বলেন, সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত জমি দখল মুক্ত নির্যাতন মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
এ সময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,যদি কোন মাদক সেবন ও বিক্রেতাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করার পর আমার দলের নেতা যদি সেটার তদবির করে,এমন’কি কোন ইউপি চেয়ারম্যান বা সদস্য কোন তদবির করে। তাহলে আমাকে জানান। আমি শুধু সংসদ সদস্যই নয়। আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।
এসময় তিনি আরো বলেন,ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অত্যন্ত জনগণের সাথে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। এখানে মানুষের পাশে থেকে খুব সহজেই মানুষের সেবা করা যায়। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরসহ নেতাকর্মীদের নিয়ে জনগণের সেবা করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তিনি আরো বলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
শ্রীপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল মাহমুদ আসিফ এ প্রসঙ্গে বলেন।
ইকবাল হোসেন সবুজ ভাই এমপি নির্বাচিত হওয়ার পর উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের প্রত্যেকটি কমিটি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়েছে ।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের নেতৃত্বে অতীতের যেকোনো সময়ের চাইতে বর্তমান আওয়ামীলীগ ঐক্যবদ্ধ সু-সংগঠিত একটি পরিবার,বিশেষ করে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবুজ ভাই বিজয়ী হওয়ার পর পরিবহন সেক্টরের যেরকম চাঁদাবাজি ছিল আজকে কোন ধরনের চাঁদাবাজি পরিবহন সেক্টরের নেই, আপনার লক্ষ্য করে দেখবেন বিভিন্ন সিএনজি চালক অটোচালক বাত চালকরা নিজে দেব ফেইসবুক আইডিতে লাইভে এসে জননেতা ইকবাল হোসেন সবুজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছেন ।
এবং জননেত্রী শেখ হাসিনা আবার সবুজ ভাইকে নৌকা দেন এই কথা বলছেন।জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের নির্দেশে আমরা আওয়ামী লীগ নেতা কর্মীরা গাজীপুর ৩ আসনকে সন্ত্রাস চাঁদাবাজ ভূমি দস্যু মাদকমুক্ত একটি আধুনিক মানবিক স্মার্ট উপশহর গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।