মোঃ সাঈদী হাসান :: বোদা ভাসাইনগর নামক এলাকায় একটি ট্রাক ও ভ্যানের দুর্ঘটনা ঘটে স্থানীয়রা বলেন যে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক ভাসানগর ফিড মিল পার হলে ট্রাকেটি ডান পাশে যেতে থাকে ট্রাকের রেকেন নামক একটি যন্ত্র ভেঙে গেলে সে বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকে সামনে ডান পাশে চাকার হাস্ফ ভেঙ্গে যায় ।
বোদা থেকে ছেড়ে আসা পঞ্চগড় মুখী ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে ভ্যানটি ভেঙে তছনছ হয়ে যায় আর ট্রাকটি পাল্ঠি খেয়ে খাদে পড়ে যায় স্থানীয়রা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে ঘটনাস্থল থেকে বের করে তারা ট্রাকের ড্রাইভার ও হেল্পার সুস্থ আছে এবং যিনি ভ্যান চালক শ্রীঃ রবিন বর্মনকে বোদা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয় ।
বোদা হাইওয়ে থানার অফিস ইনচার্জ মোঃ সালাপি আমাদের বিষয়টি জানায় সঠিক তদন্ত করে আইনানক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।