June 24, 2025, 10:52 am
শিরোনামঃ
রংপুর হাসপাতালে টিটেনাস শনাক্ত ৭২ ঘন্টা আইসিইউ বন্ধ বীরগঞ্জে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে শতগ্রাম ইউনিয়ন বিএনপি’র সংবাদ সম্মেলন সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা দিতে পারল না শিক্ষার্থী পথে বাবা মেয়ের দুর্ঘটনায় মৃত্যু নাটকীয় মিথ্যা মামলার হাত থেকে মুক্তি চান নীলা ও তার বাবা নরসিংদীর মাধবদীতে ভোক্তা অধিকারের অভিযান তিন দোকানকে জরিমানা বিশিষ্ট সমাজসেবী সুগত বড়ুয়া আর নেই : কাল অন্তোস্টিক্রিয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা. পরিদর্শক পর্যায়ে পরিবর্তন নরসিংদীর শিবপুরে ভয়ংকর ডাকাত মোঃ সবুজ ওরফে সেলিমকে গ্রেফতার করেন র‍্যাব

শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Thursday, August 31, 2023,
  • 60 Time View

৩১ আগস্ট ২০২৩ নিউজ ডেক্স:- এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সসাকিব আল হাসান।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তানজিদ তামিমের। ওয়ানডেতে বাংলাদেশের ১৪৩তম খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে তামিমের। লিষ্ট‘এ’ ক্রিকেটে ৪৬ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ২৮ দশমিক ৮৮ গড়ে ১২৭১ রান করেছেন তিনি।
তিন পেসারের সাথে সমান তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে আছেন-তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে স্পিনে থাকছেন মেহেদি হাসান মিরাজ ও মাহেদি হাসান।
প্রায় আড়াই বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেলেন মাহেদি। সর্বশেষ ২০২১ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত ৩ ওয়ানডেতে ২৪ রান ও ২ উইকেট শিকার করেছেন মাহেদি। গেল বছরের সেপ্টেম্বরে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন মাহেদি।
এদিকে,ছয় ব্যাটার-দুই অলরাউন্ডার ও তিন বোলার নিয়ে একাদশ সাজিয়েছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৫১ বার মুখোমুখি হয়েছে এই দু’দল। এরমধ্যে শ্রীলংকার জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকী দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম,তানজিদ তামিম,নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়,মুশফিকুর রহিম,মেহেদি হাসান,মাহেদি হাসান,তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক),পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারতেœ,কুসল মেন্ডিস,সাদিরা সামারাবিক্রমা,চারিথ আসালঙ্কা,ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে,মহেশ থিকশানা,কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919