২৪ সেপ্টেম্বর ২০২৩,নিউজ ডেস্ক:-গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা কর্মরত সাংবাদিকদের শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় প্রেসক্লাবের হলরুমে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এনামুল হক কে আহ্বায়ক,করে কমিটির যুগ্নু আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম,যুগ্নু আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন,সদস্য সচিব মোঃ কবির হোসেন,যুগ্নু সদস্য সচিব শেখ সেলিম রেজা,সদস্য আল আমিন,সদস্য সোহাগ হাসান সোহেল প্রধান,কে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য দেন রুহুল আমিন সুজন,জয়নাল আবেদীন জয় সরকার,ইমরান হোসেন,শামসুদ্দিন,মোছা মাকসুদা আক্তার,বাবর,শাকিল আহমেদ সহ অনেকে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেয়াতোত্তীর্ণ বিগত কমিটি (২০২২-২০২৩) বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া প্রতিষ্ঠাতা সভাপতি য়ুগ্ন সাধারণ সম্পাদক কর্তৃক একক সিদ্ধান্তে অবৈধ ভাবে টাঙানো ০৮ জনের তালিকা স্থগিত এবং কার্যনির্বাহী কমিটির বৈধ সভা ছাড়া নেওয়া জাল-জালিয়াতপূর্ণ সব সিদ্ধান্ত অকার্যকর ঘোষণা করা হয়। গঠিত আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৬০ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচনের ব্যবস্থা নেবে। সাধারণ সভাকে কেন্দ্র করে শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবে নবীন-প্রবীণ সদস্যদের সমন্বয়ে মিলন মেলা বসেছিল।সাধারণ সভায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের এ সিদ্ধান্তে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।