মোঃ এনামুল হক গাজীপুর প্রতিনিধি:-আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’। এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারাদেশের মতো গাজীপুর রিজিওন মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১টায় মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে মাওনা উড়াল সেতুর নিচে থেকে শুরু করে মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর পথচারী ও সড়ক পরিবহন সংশ্লিষ্টদের সাথে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান। সড়ক পরিবহন আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মাওনা হাইওয়ে থানার (এসআই) রফিকুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক জুয়েল মাহমুদ আসিফ।
এই সময় আরো উপস্থিত ছিলেন। মোঃ ফরিদ আহমেদ সভাপতি মাওনা চৌরাস্তা ট্রাকচালক মালিক সমিতি,
মোহাম্মদ বোরহান উদ্দিন সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর ৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ।মোঃ রমজান ভান্ডারী সিনিয়র সহ-সভাপতি তেলীহাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশ,জাতীয় শ্রমিক লীগ মাওনা ইউনিয়ন,জাতীয় শ্রমিক লীগ।শ্রীপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ আহবায়ক সদস্য আবদুস সাত্তার,মোঃ শাহজাহান মিয়া,
মোঃ শাহাদাত হোসেন সাগর,ওয়ারেজ উদ্দিন জীবন পাঠান,রিপন পাঠান।
এসময় ওসি কংকন কুমার বিশ্বাস বলেন,‘সড়কে মহাসড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের একার পক্ষে সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই যাত্রী,চালক, পথচারীসহ সকলকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’