সাদিয়া আফরোজ :: গাজীপুর শ্রীপুর মডেল প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল উপলক্ষ্যে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৫ ঘটিকা সময় থেকে শ্রীপুর উপজেলার আনসার রোড ঊর্মি সুপার মার্কটের দ্বিতীয় তলা শ্রীপুর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে, প্রেসক্লাবের সভাপতি মোশারফ হুসাইন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন,শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব আসাদুজ্জামান (ওমেদ আলী) তিনি বক্তব্য বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও লেখার অধিকার রক্ষা করতে হবে। সত্যিকার সাংবাদিকরা কারো প্রলোভনে প্রলুদ্ধ হয় না এবং কারো ভয়ে নতশির জীবন যাপন করেনা। দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে। সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং এই স্বাধীনতার অপব্যবহার রোধ করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইনগত কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই দায়িত্ব প্রেস কাউন্সিলকে যথাযথভাবে পালন করতে হবে।
প্রত্যেক সাংবাদিকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন নয়, ইতিবাচক সংবাদ বা গঠনমূলক সংবাদ পরিবেশন করতে হবে যাতে মানুষ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক বিজনেস শ্রীপুর প্রতিনিধি শামছুল হুদা মোছাদ্দেক হোসেন,আনন্দ টিভির তানভীর ইউ আহামেদ, দৈনিক সংবাদ প্রতিদিন গাজীপুর প্রতিনিধি মোজাহিদ,সাংবাদিক শফিকুল ইসলাম,
আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি টিপু সুলতান বিএ,যুগ্ন- সাধারণ সম্পাদক এড. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক, সাগর আহামেদ মিলন, সহ- সাংগঠনিক সম্পাদক কামাল পাশা, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক আইয়ুব খান, তথ্য বিষয়ক সম্পাদক জাকির মোড়ল,প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম পরাণ,অর্থ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা সাদিয়া আফরোজ, কার্যকারী সদস্য আব্দুল খালেক,সাইফুদ্দিন শেখ,শহীদুল ইসলাম,আবু নাছের,রাজু আহামেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।