০৬ অক্টোবর ২০২৩ স্টাফ রিপোর্টার গাজীপুর:
গাজীপুর শ্রীপুর ঢাকা ময়মনসিংহ হাইওয়ে মহাসড়কের পূর্ব পাশে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড: হারিস উদ্দিন আহমেদ নামক সড়কে ৫নং ওয়ার্ডের কেওয়া পূর্ব খন্ড গ্রামের (বৃহস্পতিবার) ৫ অক্টোবর মধ্যরাতে প্রবল বৃষ্টিতে শ্রীপুর পৌরসভার যাওয়ার রাস্তাটি জলবদ্ধ হয়ে পড়েছে। এই জলবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত শ্রম ও কর্মজীবী মানুষেরা এবং এলাকার স্থায় বাসিন্দারা।
এই জলবদ্ধতার কারণ জানতে চাইলে,দৈনিক শেষ সংবাদ কে স্থায়ী বাসিন্দা ডাক্তার জহিরুল ইসলাম জানান,১৯৮৮ সালে ভারী বৃষ্টিতে এমন জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল,এই জলবদ্ধতা আজ আবার দেখলাম। তিনি আরও বলেন খাল ভরাটের কারণে আজ আবার এই জলবদ্ধ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী আরও জানান,এই রাস্তাটির কখনোই পানিতে এমনভাবে ডুবেনি।এখন ডোবার কারণ হচ্ছে এই রাস্তাটির পাশেই পানি চলাচলের জন্য একটি খাল ছিল। আর এই খালটি মাটি দিয়ে ভরাট করে ফ্যাক্টরি নির্মাণ এবং ৬ তলা ফাউন্ডেশন বাড়ি করার কারণে খালটি বন্ধ হয়ে যায়। এই খালটি বন্ধ হওয়ার কারণে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে পরে,একটু বৃষ্টিতেই জলবদ্ধতায় শিকার হন এলাকার মানুষ।এবং ক্ষতিগ্রস্তর দিকে পড়েছে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির পরিবার।জলবদ্ধতার কারণে আশেপাশে কিছু বাড়ির পুকুরের মাছ পুকুর তলিয়ে গিয়ে বেরিয়ে যাই বলে জানা যায়।এই জলবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্তের আওতায় পড়ছেন সে পুকুর মালিকরা। আর এই জলবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত শ্রম ও কর্মজীবী মানুষ এবং স্থায়ী বাসিন্দারা। এই জলবদ্ধতা থেকে মুক্তি পেতে ৫ নং ওয়ার্ডের কেওয়া পূর্ব খন্ড গ্রামের জনপ্রতিনিধি সহ শ্রীপুর পৌরসভার স্থানীয় সরকার এবং শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসীর দাবি বিষয়টি নজরে এনে পানি চলাচলের ব্যবস্থাটি দ্রুত কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।