মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টারঃ-গাজীপুর শ্রীপুরে স্কুল ছাত্র বজিয়কে তুলে নিয়ে দশলাখ টাকা মুক্তিপণ দাবি। ৫ দিনেও অপহৃত স্কুল ছাত্ররে কোন সন্ধান না পাওয়ায় শঙ্কত রয়ছে স্বজনরা। নিখোঁজের একদিন পর মুঠোফোনে পুরুষ কণ্ঠে ১০ লাখ টাকা মুক্তপিণ ছেয়েছে কিশোরের পিতার কাছে।
গত ২৬ সপ্টেম্বের শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডরে চন্নাপাড়া গ্রাম থেকে স্কুল ছাত্র বজিয় নিখোঁজ হয়। তাকে অজ্ঞাত নামা অপহরণকারীরা অপহরণ করেছে বলেে দাবী স্বজনদরে।
অপহৃত স্কুল ছাত্র রামমিুল হাসান বজিয় (১৪) শ্রীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডরে চন্নাপাড়া গ্রামরে রোমান বেপোরীর ছেলে। সে স্থানীয় শতদল কন্ডিারগার্টনে স্কুলরে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।
অপহৃত শশিুর বাবা রোমান বেপোরী জানান, গত ২৬ সপ্টেম্বের মঙ্গলবার বকিাল তিনটার দিকে বাড়ি পাশ থেকে আমার ছেলেকে অজ্ঞাত নামা অপহরণকারীরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে আত্নীয় স্বজনসহ সকলকে বষিয়টি অবহতি করি। এরপর সকলরে পরামর্শে থানায় একটি সাধারণ ডায়রি করি।অপহরণরে একদিন পর ২৭ তারখি বুধবার সকাল ১০টা ১০মনিটিরে সময় আমার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করে অপর প্রন্ত থেকে একটি পুরুষ কণ্ঠে ১০ লাখ টাকা মুক্তপিণ দাবি করে। কণ্ঠটি একটু বয়স্ক ব্যক্তরি মনে হয়েছে। তিনি আরও জানান, মুক্তপিণরে ১০ লাখ টাকা নিয়ে নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর নিয়ে যেতে বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরপর থেকে কোন যোগাযোগ নাই। পুলশি শুধু শুধু আশ্বাস দিচ্ছে। কিন্তু আমরা খুবই শঙ্কতই রয়েছি।
শ্রীপুর থানার অফসিার ইনচার্জ এ এফ এম নাসমি জানান,প্রযুক্তি ব্যবহাররে মাধ্যমে স্কুল ছাত্র বজিয়কে উদ্ধাররে চষ্টোয় কাজ করছে পুলিশ। আশাকরি দ্রুত সময়রে মধ্যে অপহৃত স্কুল ছাত্রকে তার পরবিাররে হাতে তুলে দিতে পারবো।