এনামুল হক গাজীপুর প্রতিনিধি:গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৪নং তেলিহাটী ইউনিয়নের আবদার গ্রামে রাতের আঁধারে এক অসহায় ব্যক্তির বসত বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর,ও মারধর করে পরিবারের ১ সদস্যকে গুরুতর আহত করার ঘটনা ঘটে।অবশেষে ৯৯৯কল করে পুলিশ এসে উদ্ধার করে।
মঙ্গলবার( ৬ সেপ্টেম্বর ) রাত ২টার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের আবদার গ্রামে সাফিয়া খাতুন এর বাড়িতে এ ঘটনা ঘটে।সাফিয়া খাতুন বাধী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাফিয়া জানান, মঙ্গলবার( ৬সেপ্টেম্বর) রাত ২ টার দিকে তারা সবাই বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ একদল লোক তাদের বাড়িতে প্রবেশ করে পরস্পর যোগসাজোসে দা,লাঠি সোঠা নিয়ে আমার বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া আমার ছেলে মোঃ আইনুল হকের ঘরের দরজা ভাঙিয়া ঘরে প্রবেশ করিয়া তাহাকে মারধর করিয়া নিলাফুলা জখম করে।এবং ১নং বিবাদী গন আমার ছেলের তুষকের নিচে থাকা ব্যাবসায়ীক নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়।
আমি আমার ছেলের ডাক চিৎকার চেচামেচি শুনে তার ঘরে গিয়ে প্রতিবাদ করিলে বিবাদী গন আমাকেও লাঠি, লোহার রড দিয়া শরীরের বিভিন্ন স্হানে আঘাত করিয়া নিলাফুলা জখম করে। ২নং বিবাদী আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে দুই হাতে গলায় চাপিয়া ধরিয়া গলার নিচে ফুলা জখম করে, আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে হামলাকারীরা খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়,এবং এসময় আমি হামলা কারীদেরকে চিহ্নিত করিতে সক্ষম হই।
সাফিয়া খাতুন গণমাধ্যমকে জানায়,পূর্ব পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা সূত্রপাত ঘটে এবং হামলাকারীরা এলাকায় ভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত।
হামলা কারীরা হলো ১/মোঃশুভ(২৬),পিতাঃহাবিবুর রহমান, ২/মোঃমিজান(৩০)পিতাঃঅজ্ঞাত, ৩/রোমান (৩৫) পিতাঃ রাশিদ,
৪/ অজ্ঞাত নামা
,সর্ব সাং আবদার।
অবশেষে ৯৯৯ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। তবে পুলিশ ও প্রতিবেশীরা আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এই বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।