মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার:-শ্রীপুরে বনের ভেতরে একটি অবৈধ সিসা তৈরির কারখানা গড়ে উঠেছে। পুরোনো ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হচ্ছে সিসা। তাতে করে ক্ষতিকারক বিষাক্ত রসায়নিক পদার্থ বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে আশপাশের মানুষ। জীববৈচিত্র্যের ওপর পড়ছে এর প্রভাব। এলাকার পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন। এদিকে সংরক্ষিত বনভূমির ভেতর গড়ে ওঠা অবৈধ সিসা তৈরির কারখানা ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিন খোঁজ নিয়ে দেখা যায়,উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের পারটেক্সের একটি জমির সীমানাপ্রাচীর ঘেঁষে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের মাঝে গড়ে তোলা হয়েছে এই অবৈধ সিসা তৈরির কারখানা। স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সংরক্ষিত সদস্যের ছেলে এই কারখানা গড়ে তুলেছেন বলে নিশ্চিত করে জানিয়েছেন কারখানার কর্মকর্তারা। দেখা যায় গভীর বনের ভেতর সিসা তৈরির কাজ করছে বেশ কয়েকজন শ্রমিক।
স্থানীয়রা জানান,পুরাতন ব্যাটারির এসিডের প্রচুর গন্ধ ও কারখানা থেকে নির্গত ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ বাতাসের সঙ্গে আশপাশে ছড়িয়ে জনস্বাস্থ্য এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। কারখানায় দিনে এসিড ও রাতে এসিডযুক্ত ব্যাটারি পোড়ানো কালোধোঁয়া বাতাসে ছড়িয়ে ঝাঁঝালো গন্ধ এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। দুর্গন্ধের কারণে কারখানা থেকে এক কিলোমিটার দূরত্বে সড়কে চলাচল করতে পথচারীদের দম বন্ধ হয়ে আসে। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দম বন্ধ হয়ে যায়। সিসা তৈরির কারখানায় শ্রমিক রুহুল আমিন বলেন,অভাবের তাড়নায় অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই এ কাজ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন,পুরাতন ব্যাটারির এসিড ও নির্গত রাসায়নিক জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করার সময় বিষাক্ত কালো ধোঁয়া আশপাশে থাকা মানুষের শরীরে মিশে যাচ্ছে। এর ফলে মানসিক বিকৃতি,রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্যপ্রাণী ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে।
অবৈধ সিসা তৈরি কারখানার মালিক শরিফ মিয়া জানান,সংগৃহীত ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি ও এসিড সংরক্ষণের কাজ করা হয় এ কারখানায়। দুই মাস আগে এ ব্যবসা শুরু করেছেন। অবৈধ কিনা সে বিষয়ে তিনি জানেন না। বন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে গড়ে তোলা হয়েছে কারখানা। শ্রীপুর রেঞ্জের অধীনে সাতখামাইর বিট কর্মকর্তা আইয়ুব খান বলেন,বনের ভেতর অবৈধ সিসা তৈরি কারখানা গড়ে তোলার বিষয়টি শুনেছি। অভিযান পরিচালনা করে তা ভেঙে দেওয়া হবে।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন বলেন,বিষয়টি কয়েকজন সংবাদকর্মী আমাকে জানিয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনা করে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।