বিশেষ প্রতিনিধি:- গাজীপুর শ্রীপুর পৌর দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস এন্ড ওয়াশিং লিঃ এর (এপিএম) নজরুলের এর বিরুদ্ধে অভিযোগ শ্রমিকের।
ঢাকা গার্মেন্টস এন্ড ওয়াশিং লিমিটেড এর কারখানার এপিএম পদে কর্মরত অভিযোগক্ত নজরুল (৪০) সুইং অপারেটর নার্গিসের কাজের বাহিরে অন্য ব্যক্তির কাজ করিয়া দেওয়ার জন্য বলিলে। সুইং অপারেটরের অপারগতা প্রকাশ করিলে, ইহাতে সে অপারেটরের প্রতি ক্ষিপ্ত হইয়া যায়। এবং অপারেটরের কাছে ৫.০০০ টাকার প্রস্তাব করেন, সুইং অপারেট নার্গিস এই প্রস্তাবে না খোঁজ প্রকাশ করিলে, তাকে চাকুরীচ্যুত করিবে বলে হুমকি ধামকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ বিষয়ে ফ্যাক্টরী, সিনিয়র এ্যডমিন ঝরনা আক্তারকে অবহিত করিলে উনি বললেন, কারখানার এপিএম এর কথায় আসেন, তাহলেই তো সমস্যা সমাধান। এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করিলে সিলমোহর মেরে দিব,অন্য কোথায় চাকরি করতে পারবে না বলে হুমকি দেয়, এ্যডমিন ঝরনা।
উক্ত বিষয়ে, কোম্পানির সিকিউরিটি গার্ড ও ঢাকা গার্মেন্টস এন্ড ওয়াশিং লিমিটেড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবগত করিলে কোন প্রকার সারা মেলেনি। অতএব, উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াদিন। BGMEA