মোঃ এনামুল হক,গাজীপুর প্রতিনিধি:-গাজীপুরের শ্রীপুরে গ্যাসের স্থাপিত সঞ্চালন ও বিতরণ লাইনের উপর স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গাজীপুর ইউনিয়ন জৈনাবাজারের পূর্বপার্শে আশা রোডের পাশে তিতাস গ্যাসের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের মুজিবুরের ছেলে মোঃ মহসিন এই স্থাপনা নির্মাণ করছে। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনের উপর যেকোনো ধরনের স্থাপনা সাময়িক বা স্থায়ীভাবে নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তারা এ আইনকে তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে তাদের নির্মাণ কাজ। শুধু স্থাপনা নয়! গ্যাসের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে সেফটি ট্যাংকি। যা রিতিমত বিপজ্জনক।
এবিষয়ে স্থাপনা নির্মাণকারী মোঃ মুহসিন এর কাছ কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, নির্মাণাধিন জায়গাটি আমার ক্রয়কৃত সম্পত্তি। আমি স্থানীয় হাজ্বী নিজাম উদ্দিন এর কাজ থেকে ক্রয় করেছি। তাছাড়া আশপাশে যতগুলো ভবন রয়েছে সবগুলোই গ্যাস লাইনের উপর নির্মাণ করা হয়েছে তাই আমিও নির্মাণ করেছি। এতে যদি তিতাস কতৃপক্ষ আমার স্থাপনা ভেঙ্গে দেয় তাহলে কোন সমস্যা নাই। এ বিষয়ে হাজ্বী নিজাম উদ্দিন এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলে, আমি আমার ভবন বিক্রি করেছি, তিতাসের জায়গা বিক্রি করিনি।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উপসহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এবিষয়ে আমার জানা ছিলোনা, এখন জানতে পেরেছি। গ্যাস পাইপলাইনের উপর স্থাপনা নির্মাণ করার ফলে পাইপলাইনের মারাত্মক ক্ষতি সাধিত হয় এবং এর থেকে গ্যাস লিকেজ, বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে থাকে। তাই গ্যাস পাইপলাইনের উপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবেনা।
আমরা এটাও জানতে পেরেছি এখানে আরো নির্মিত ভবন রয়েছে। আমরা সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।