মোশারফ হুসাইন প্রধান বিশেষ প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে একটি টিনশেড মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাখির দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে । প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানাযায়।তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি ।
১ লা সেপ্টেম্বর রোজ (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকার সময় শ্রীপুর উপজেলায় নয়নপুর এলাকায় ডিবিএল সিরামিক লি: এর বিপরীত পাশে হাজী ইমাম আলী মার্কেটে এই আগুনের সূত্রপাত ঘটে।এই অগ্নিকাণ্ডের ঘটনায়, জামান ও সোহেল এন্টারপ্রাইজের ৩ টি দোকান,নাসির অটোপার্স ও পাখির দোকান, এবং আশানুর সেনেটারি, ডিজিটাল ট্রান্সপোর্ট,ইমান আলী ফানিচারের গোডাউনসহ পুড়ে যায় বলে জানাযায়।
এলাকাবাসীরা জানান, হঠাৎ করে ওই মার্কেটের দোকানের উপর দিয়ে আগুনের ধোয়া দেখা যায়,পরে এলাকার লোকজন এসে তালা ভাঙ্গে দোকানের ভিতরে আগুন দেখতে পান স্থানীয়রা।অজ্ঞাত এক ব্যক্তি পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন এর অফিসার ইফতেখার রায়হান চৌধুরী বলেন, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় একটি পাখির দোকানসহ আটটি দোকানে আগুন লাগে। আমাদের দুইটি ইউনিট প্রায় ৪০ মিনিট সময়ে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যায়। এবং তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।