আব্দুল কাদের :: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর চৌকিদার পাড়ায়
বন্দোবস্তকৃত সম্পত্তি জবর দখল , মারপিট ও শ্লীনতাহানীর অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী রমজাননগর গ্রামের চৌকিদার পাড়ার মৃত অশোক চন্দ্র মন্ডলেরপুত্র সন্ন্যাসী কুমার মন্ডল ০৪ ই অক্টোবর মঙ্গলবার শ্যামনগর থানায়অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সরজমিনে জানা যায় , রমজাননগর মৌজায় ,জে,এল নং – ৭৬ , খতিয়ান নং – ০১/০১ , দাগ নং -১৫৭৬ , মোট ১৯.৩০ একর
সম্পত্তির মধ্যে সন্ন্যাসীর পিতা ১৭ শতক সম্পত্তি চিরস্থায়ী বন্দোবস্তমূলে ভোগদখল করাকালীন সময় মৃত্যু বরন করেন।
তার মৃত্যুর পরে সন্ন্যাসী উক্ত সম্পত্তি পুকুর খনন করে ঘেড়াবেড়া দিয়ে মৎস্য চাষ করে ভোগ দখল করে
আসছিল। কিন্তু একই এলাকার মৃত ধীরেন্দ্র নাথ মন্ডলের পুত্র কিরন চন্দ্র মন্ডল দিং উক্ত সন্ন্যাসীর ভোগদখলীয় সম্পত্তি তাদের বলে দাবী করে জবর দখল
করার পায়তারাসহ প্রতিনিয়িত তার সাথে গোলোযোগ সৃষ্টি করে আসছিল।
০৪ অক্টোবর মঙ্গলবার সকাল ৮টায় ধীরেন্দ্র নাথ মন্ডলের পুত্র কিরন চন্দ্র মন্ডল , কালিপদ মন্ডল , গৌরপদ মন্ডল, নিতাই পদ মন্ডল, কিরন মন্ডলের পুত্র
চন্দন কুমার মন্ডল, কালিপদ মন্ডলের পুত্র অনিমেশ কুমার মন্ডল , কালিপদ মন্ডলের স্ত্রী ছনেকা মন্ডল , গৌর মন্ডলের স্ত্রী তুলসী বালা মন্ডল ,নিতাই মন্ডলের স্ত্রী শুক্রী বালা মন্ডল , অধীর মন্ডলের স্ত্রী কমলা রানী
দেশীয় অস্ত্র নিয়ে সন্ন্যাসীর সম্পত্তির উপরে অন্যায় ভাবে প্রবেস করে ঘরের বেড়া উচ্ছেদ করতে থাকে।
এক পর্যায়ে সন্ন্যাসী , তার শ্রবণ প্রতিবন্ধী
স্ত্রী সরলা রানী মন্ডল , প্রতিবন্ধী কন্যা দিপালী বালা মন্ডল, রুপালীবালা মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের অন্যায় কাজে বাঁধা সৃষ্টি করে। এসময় তারা সন্ন্যাসীদের উপর চড়াও হয়ে এলোতাপাতাড়ী ভাবে মারপিট করে শরীলের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। এ সময় সন্ন্যাসীর স্ত্রী মেয়ে ও মাতাকে শ্লীলতাহানী করাসহ পুকুরের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যার
চেষ্টা করে।
তাছাড়া পুকুরে জাল ফেলে ও পুকুরের সীমানার চারপাশে থাকা গাছগাছালি কেটে ক্ষতি সাধন করে। সন্ন্যাসীদের আত্মচিৎকারে স্থানীয় গফুরগাজী, অনিমেশ মন্ডল, পরশ সরদারসহ বেশ কয়েকজন উপস্থিত তাদের উদ্ধার করে। এবিষয়ে সন্ন্যাসী বলেন , আমি পিতার স্থায়ী বন্দোবস্তকৃত সম্পত্তি ভোগ দখল
করে আসছিলাম।
কিন্তু কিরণ দিং অন্যায় ভাবে সম্পত্তি তাদের বলে দাবী করে চলেছে। সে কারনে তারা আমাকে নানা ভাবে হয়রানী , মিথ্যা মামলা , হামলা
অব্যহত রেখেছে। আজ তারা অন্যায় ভাবে আমার দেওয়া ঘেড়াবেড়া উচ্ছেদ করাসহমারপিট করেছে। আমি খুবই গরীব , অসহায় ব্যক্তি । আমি এর সুষ্ঠ বিচারসহ
পিতার সম্পত্তি তাদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ
করছি। কিরন চন্দ্র মন্ডল বলেন , সন্ন্যাসীর অভিযোগ মিথ্যা। তারা আমাদেরকোবলাকৃত সম্পত্তি ঘেড়াবেড়া দিচ্ছিল এ জন্য আমরা বাঁধা সৃষ্টি করেছি।
উক্ত সম্পত্তি নিয়ে সিভিলে মামলা চলমান আছে। রমজাননগর ইউপি চেয়ারম্যানশেখ আল মামুন বলেন, স্থানীয় ভাবে মিমাংসার মাধ্যমে সন্ন্যাসী ঘেড়াবেড়া
প্রদান করে। কিন্তু আজ কিরন দিং অন্যায় ভাবে ঘেড়াবেড়া উচ্ছেদ করাসহ সন্ন্যাসীদের মারপিট করেছে। যা খুবই অন্যায়। এ বিষয়ে শ্যামনগর থানার
অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন , অভিযোগ পেিেয়ছি। তদন্ত পূর্বক
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।