১১ অক্টোবর ২০২৩,আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে -বুধবার (১১ অক্টোবর) দুপুরে শাহজাদপুর
উপজেলা পরিষদ প্রাঙ্গণ (কৃষি চত্ত্বর) এ মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান,ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী,মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মুস্তাক আহমেদ প্রমূখ।