১৭ অক্টোবর ২০২৩,সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ৮ হাজার ৯৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ,১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এম ও পি সার বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ (কৃষি চত্বর) শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ এবং সঞ্চালনায়-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান,ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী,কৃষক নূর ইসলাম প্রমূখ। এ সময়ে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহ সুফলভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।