কলমাকান্দা প্রতিনিধি :: কলমাকান্দায় শত্রুতার জেরে পৃথক দুটি পুকুরে বিষ ঢেলে কোটি টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা গত বুধবার মধ্যরাতে কৈলাটি ইউনিয়নের কনুড়া চাড়িয়া গ্রামের ফাতিমাতুয যাহরা (রা.) মাদ্রাসার দুটি পুকুরে এ ঘটনা ঘটে। বিষক্রিয়ায় পুকুরে থাকা পাবদা মাছ মরে ভেসে উঠেছে।
জানা গেছে, প্রায় ৯ মাস আগে স্থানীয় মৎস্য চাষি রায়হান ফাতিমাতুয যাহরা (রা.) মহিলা মাদ্রাসার দুটি পুকুর ৬ লাখ টাকায় তিন বছরের জন্য ইজারা নেন। দুটি পুকুরে পাবদা চাষ শুরু করেন। এতে তাঁর ৫০ থেকে ৬০ লাখ টাকা খরচ হয়েছে। এক কেজিতে ১০-১২টি পাবদা মাছ যখন হবে তখন বাজারে বিক্রি করার ইচ্ছে ছিল তাঁর, যার বাজারমূল্য আনুমানিক কোটি টাকা হতো।
মৎস্য চাষি রায়হান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাকে শেষ করে দিল ওরা। আমি প্রবাস থেকে
দেশে এসে এলাকার মানুষের পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলাম। প্রায় ৯ মাস আগে এলাকার ফাতিমাতুয যাহরা (রা.) মহিলা মাদ্রাসার দুটি পুকুর ৬ লাখ টাকা চুক্তিতে তিন বছরের জন্য ইজারা নিয়ে পাবদা মাছ চাষ শুরু করি। এতে আমার প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে আমি ৪০ লাখ টাকা ঋণ করেছি। আমি এখন কী করব জানি না?’ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ফাতিমাতুয যাহরা (রা.) মহিলা মাদ্রাসার শিক্ষক মঈন উদ্দিন পুকুরপাড়ে এসে দেখেন রায়হান আহাজারি করছেন। পরে তারা পুকুরে নামেন। এ সময় বিষ প্রয়োেগর আলামত উদ্ধার করেন।
সাবেক ইউপি সদস্য সজল ইসলাম জানান, পুকুর দুটিতে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এই লোকটি এখন নিঃস্ব হওয়ার পথে।
সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, বিষ প্রয়োগের আলামত জব্দ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।