December 8, 2024, 2:41 am
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে দুই কারারক্ষিক গ্রেপ্তার পুলিশের কাছ থেকে ছিনতাই করা আসামি গ্রেফতার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১ বোদা উপজেলায় কালিয়াগঞ্জ ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বোদা উপজেলায় চারজন মাদক সেবীকে আটক সেনাবাহিনীর যৌথ অভিযানে খেজুরগাছ কাটা আর গাছির অনাগ্রহে কমছে রস কালিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো শতাধিক রোগী ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ভারত বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন সামাজিক সম্প্রীতির সভা

র‌্যাব অভিযানে ধর্ষণ মামলার আসামী “অনিক” আটক

Reporter Name
  • Update Time : Saturday, September 24, 2022,
  • 21 Time View

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা’য় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে সহায়তা করায় র‌্যাব-১৫ কক্সবাজার এর হাতে আটক হন কুমিল্লা উত্তর জেলার বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক(৩৫)।

র‌্যাব-১৫ এর সূত্র মতে জানা যায়-আবু কাউছার অনিকের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে আকলিমা আক্তার(ছদ্দনাম) কিশোরী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং:৩৭/৭৮৮, জিআর:৭৮৮/২০২২। উক্ত মামলায় বাদী ৪জনকে আসামী করে থাকে, এফআইআর ভুক্ত আসামীরা হলেন ১নং আসামী আরব আলী(২৭), পিতা: তাজুল ইসলাম, স্থায়ী ঠিকানা: সাং: পরিহলপাড়া, থানা: বুড়িচং, ২নং আসামী জিলানী(৩৮), পিতা: মোহাম্মদ আলী ভূইয়া, সাং:মাধাইয়া,থানা: চান্দিনা, ৩নং আসামী আবু কাউসার(৩৫),(প্রকাশ অনিক) পিতা: ফজলু মিয়া, সাং: নুরপুর(নুরপুর হাই স্কুলের পূর্ব দিকে), থানা: দেবিদ্বার ও ৪নং আসামী শাহজাহান মিয়া(৪০),পিতা:মনু মিয়া, সাং: নুরপুর(সরকার বাড়ী), থানা:দেবিদ্বার, সর্ব জেলা: কুমিল্লা।

১নং আসামীকে কয়েকদিন পূর্বে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ আটক করার তথ্য পাওয়া গেছে। ১নং আসামীকে আটক করার পর ২নং,৩নং ও ৪নং আসামীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। তবে র‌্যাব-১৫ এর হাত থেকে রক্ষা পাননি ধর্ষণে সহযোগিতাকারী ৩নং আসামী আবু কাউছার(৩৪) ওরফে অনিক, সে নিজেকে ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি হিসেবে পরিচয় দেন।

২৪শে সেপেটম্বর দুপুর ১২টায় র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ভি আইপি আবাসিক হোটেল সোনার বাংলা হতে মামলার ৩নং আসামী আবু কাউছার অনিককে হাতে নাতে আটক করে। এসময় অনিক তাহার ব্যবহৃত প্রাইভেটকার চট্টমেট্টো গ- ১১-৯৩১৪’তে উঠার চেষ্টা করেছিল।

এবিষয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব-১৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল খাইরুল আলম প্রতিবেদককে মুঠো ফোনে জানান-২৪শে সেপ্টেম্বর সকাল থেকে আমাদের চৌকস র‌্যাবের আভিযানিক দল এজাহারনামীয় ৩নং আসামী আবু কাউছারকে আটকের জন্য তৎপর ছিলেন। পরবর্তীতে র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার ক্যাম্পের গোয়েন্দা সংবাদের ভিত্তিক্তে কলাতলী সোনার বাংলা আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919