১৯ অক্টোবর ২০২৩,সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আয়োজনে-বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে উক্ত বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভার সভাপতিত্ব করেন চান্দাইকোনা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃআবদুল হান্নান খাঁন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম,ইউনিয়নের সচিব মোঃ মাহবুব,ইউপি সদস্যগন,কাজী,ইমাম,পুরোহিত,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এসোসিয়েট অফিসার শোভন মন্ডল,এদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা শেষে কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অফিসার সেলপ মোঃ মাসুদ রানা।