এ এইচ রাজীব:
রাজশাহীতে তরুণ নির্মাতা ও অভিনয় শিল্পীদের কাজের পরিধি বৃদ্ধির জন্য ডিরেক্টর এন্ড অ্যাক্টর গিল্ড সংগঠনের এর যাত্রা শুরু হলো।
নগরীর ছোট বনগ্রাম অবস্থিত ফড়িং শুটিং হাউজে নয় অক্টোবর ২০২৩ রোজ সোমবার এক ঝাঁক তরুন নির্মাতা,অভিনয় শিল্পী ও প্রবীণ কিছু মুখ নিয়ে গিল্ডের কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সভাপতি হিসেবে আগামী দু বছরের জন্য দায়িত্ব পালন করবেন রাজশাহী চেনা মুখ অভিনয় শিল্পী ও সংগঠক সকলের শ্রদ্ধাভাজন ওয়ালিউর রহমান বাবু সিনিয়র সহ সভাপতি আশিক সরকার,সহ সভাপতি হিসেবে রয়েছেন আবু তাহের, মাহমুদ হোসেন মাসুদ ও সাবেরা ইয়াসমিন শিমা।সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা শাহারিয়ার চয়ন,যুগ্ম সাধারণ সম্পাদক নির্মাতা এ এইচ রাজিব,সাংগঠনিক সম্পাদক এস এম সেলিম রকি,সহ সাংগঠনিক মোমিন চৌধুরী, অর্থ সম্পাদক এস কে আফ্রিদী,সহ অর্থ সম্পাদক মাধব চন্দ্র দাস,সহ দপ্তর শংকর কুমার ধর,মহিলা ও সমাজ কল্যাণ সম্পাদক শান্তা ইসলাম।
কার্যনির্বাহী সদস্য :
ফজলুল বারি রনি
মিলন আহমেদ
সাজু আহমেদ
ফাহিম আহমেদ
সিফাত ইসলাম
তমাল দাস
আরিসা মিতু
আরিফুল ইসলাম বাপ্পি
প্রবীণ পরিচালক ও অভিনেতা নান্নু মাহমুদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে এই এই কমিটি ঘোষণা করা হয় ।
নান্নু মাহমুদ বলেন রাজশাহী সংস্কৃতির জন্য একটি উর্বর ভূমি বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় রাজশাহীকে যেভাবে গড়ে তুলেছেন চলচ্চিত্র নির্মাণের জন্য এই শহর অন্যতম ভূমিকা পালন করছে। এর ধারাবাহিকতায় রাজশাহীতে নিয়মিত টিভি নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তাই আমাদের এই যাত্রা অনেক বেশি সুদূর প্রসারী হবে।
নবনির্বাচিত সভাপতি বক্তব্যে বলেন আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি তা সর্বোচ্চ দিয়ে পালন করার চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।আমি মনে করি আমরা যদি এক হয়ে কাজ করতে পারি তাহলে রাজশাহীর তরুণ স্বপ্ন ধ্রষ্টারা তাদের স্বপ্নের দিকে এগিয়ে যাবে।
সাধারণ সম্পাদক শাহারিয়ার চয়ন বলেন এই সংগঠন লক্ষ্য ও উদ্দেশ্য,শুটিং এর জন্য নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যা সমাধানের জন্য আমাদের এই গিল্ড।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ রাজীব বলেন গিল্ড মেম্বার যে কোন সমস্যার সম্মুখিন হলে গিল্ড সর্বাত্মক সহযোগিতা দিয়ে থাকবে।
রাজশাহীতে যারা চলচ্চিত্র নিয়ে কাজ করছেন তাদের কাছে ভালবাসা,দোয়া ও সহযোগিতা কামনা করে প্রোগ্রামটি শেষ করা হয়।