December 9, 2024, 4:22 am

রাজধানীর উত্তরার রোডে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় শিশুসহ চার যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : Monday, August 15, 2022,
  • 63 Time View

শেষ সংবাদ ডেষ্ক :: রাজধানীর উত্তরার জসিম উদ্দীন রোডে নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় একটি প্রাইভেটকারে থাকা শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার জসীম উদ্দীন রোড এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের উত্তরা পশ্চিম থানা জানিয়েছে, সড়ক ও জনপদ বিভাগের একটি ক্রেন ঢাকা গাজীপুর মহাসড়কের এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় উল্টে যায় এবং গাজীপুরগামী একটি প্রাইভেটকারের উপর গার্ডার পড়ে যায়। এতে গাড়িতে থাকা ছয়জন চাপা পড়েন।

গাড়িতে থাকা হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামের দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।আহতদের ভাষ্যমতে, গার্ডারের নীচে গাড়ির ভেতরে চাপা রয়েছেন রুবেল (৫০), ঝর্না (২৮) এবং দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, গাড়ির ভিতরে চাপা পড়াদের উদ্ধারে কার্যক্রম চলছে।

এদিকে এ দুর্ঘটনার পর উত্তরা এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ঘটনাস্থলে প্রায় ২-৩ হাজার উৎসুক জনতা ভিড় করেছে।দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919