২৮ অক্টোবর ২০২৩, নিউজ ডেস্ক:- সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে আজ রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি। দুপুর ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশে যোগ দিতে এরই মধ্যে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মী। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
সকাল থেকেই শান্তিনগর,কাকরাইল,বিজয় নগর, পল্টন,ফকিরাপুল,মৎস্যভবন,মতিঝিল,আরামবাগ এলাকায় বিএনপি,জামায়াতের খণ্ড খণ্ড মিছিল দেখা গেছে। মোড়ে মোড়ে চলছে সমাবেশ। কোথাও কোথাও পুলিশি বাধা উপেক্ষা করে নয়া পল্টনের দিকে এগুচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।