অনেকদিন পর নতুন কাজের সঙ্গে পর্দায় ফিরছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সিনেমার পাশাপাশি নিয়মিত হচ্ছেন ওটিটিতেও। সম্প্রতি ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’তে দেখা গেছে পরীকে। এবার আরো একটি নতুন সিরিজে যুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন পরীমণি।
রোববার রাতে (১ অক্টোবর) পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা অনম বিশ্বাসের সঙ্গে একটি ছবি শেয়ার করে ‘রঙ্গিলা কিতাব’ নামে নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার কথা জানান দিয়েছেন।
জানা যায়,সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরী।
কয়েক দিন আগেই অনম বিশ্বাসের নির্মিত ‘ভাইরাস’ ওয়েব সিরিজ মুক্তি পায়। নতুন এক্সেপেরিমেন্টাল কাজ হিসেবে এটি বেশ আলোচিতও হয়েছে। এবার তিনিই বানাচ্ছেন পরীকে নিয়ে নতুন সিরিজ।