১৬ সেপ্টেম্বর ২০২৩,যশোর প্রতিনিধি:-যশোরের ঝিকরগাছার দেউলী’তে,হযরত শাহজালাল (রাহঃ) শেষ ঠিকানা উন্মুক্ত,বেওয়ারিশ কবরস্থান ও পুনর্বাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে,ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারন ইউনিয়নের যাদবপুরের উত্তর দেউলী গ্রামে, উক্ত বেওয়ারিশ কবরস্থান ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক দেশ সেরা উদ্ভাবক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে,হযরত শাহজালাল (রাহঃ),শেষ ঠিকানা উন্মুক্ত বেওয়ারিশ কবরস্থান ও পুনর্বাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
এসময়,জমি দাতা মোছাঃ হোসনেয়ারা বেগম সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুদূর ঢাকা থেকে আগত মাসিক অগ্নি বার্তা’র উপদেষ্টা সম্পাদক,লায়ন- মোঃ মোস্তাফিজুল আজম মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত পুনর্বাসন কেন্দ্রের জমি দাতার পুত্র মোঃ খোরশেদ আলম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক অপরাধ পত্রিকার উপদেষ্টা সম্পাদক,সাংবাদিক মোঃ শাফিউর রহমান কাজী,সংবাদ পোস্ট এর উপদেষ্টা সম্পাদক মোঃ নাসির উদ্দিন মজুমদার,কোঅর্ডিনেটর আঞ্জুমান মফিদুল ইসলাম,মাসিক অগ্নি বার্তা’র সম্পাদক গোলাম মোস্তফা,দৈনিক সমকালের সাংস্কৃতিক কর্মী প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ফুলগাজী (ফেনী),মাসিক বর্ণালী’র সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মাসুদ,মানব সেবা সংগঠন (ফেনী) এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া। এছাড়াও এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢালী মোহাম্মদ দেলোয়ার,দৈনিক বাংলাদেশের আলো এর বিশেষ প্রতিনিধি কাজল আক্তার রেখা,দৈনিক আমার সংগ্রামের চিপ ক্রাইম রিপোর্টার রিতা আক্তার রিয়া,উপস্থিত ছিলেন উক্ত গ্রামের বাসিন্দা সমাজ সেবক জনাব ফয়েজ আহমেদ সহ উক্ত এলাকাবাসী এবং অত্রাঞ্চলের সংবাদ কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে অতিথিদের আগমনী শুভেচ্ছা বক্তব্য শেষে এসময় ফিতা কেটে উদ্বোধন ও শেষ ঠিকানা উন্মুক্ত বেওয়ারিশ কবরস্থান ও পুনর্বাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর এর মাটি খুঁড়ে উদ্বোধন ও দোয়া’র মোনাজাত করা হয়। এছাড়াও এসময় হযরত শাহজালাল (রাহঃ), শেষ ঠিকানা উন্মুক্ত বেওয়ারিশ কবরস্থান ও পুনর্বাসন কেন্দ্রের অনুদান হিসেবে মাসিক অগ্নি বার্তা’র উপদেষ্টা সম্পাদক,লায়ন- মোঃ মোস্তাফিজুল আজম মামুন ৫৫ হাজার ১ টাকা এবং বৃদ্ধাআশ্রম গড়ার প্রস্তুতি স্বরুপ ৫ হাজার ১ টাকা অর্থদান করেন। এছাড়াও এসময় ১২ বস্তা সিমেন্ট দান করার প্রতিশ্রুতি করেন বিশিষ্ট সমাজসেবক শাহাজামাল বাবু এবং মোঃ লিটন মিয়া অর্থ প্রদান করেন।