নিজস্ব প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার বাঁকড়া মাকসিয়া দক্ষিণপাড়া গ্রামের দিন মজুর ভ্যান ওজিহার রহমানের বড় ছেলে সোহাগ।৫/৭ বছর আগে তিনি গাছ থেকে পড়ে গিয়ে মেরুদন্ডের হাঁড় ভেঙ্গে যায়।সেই সাথে কোমর থেকে তার পায়ের পাতা পযর্ন্ত অবশ হয়ে অকেজো হয়ে যায়। সকলের সাহার্য্যে সহযোগিতায় তার অপারেশন হলেও কাজ করে খাওয়ার মত ক্ষমতা নেই তার।অসহায় সোহাগের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করছেন তার পরিবার।এখন সোহাগ ও তার পরিবারের দাবি সমাজের বিত্তবানরা যেন তার পাশে এসে দাড়িয়ে সাহার্য্যের হার বাড়িয়ে দেয়।
প্রতিবেশি জিল্লুর রহমান বলেন,আমার বাড়ির পাশে সোহাগ নামের এই ছেলেটা গাছ থেকে পড়ে কাজকর্ম করে খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে।এখন অসহায় ছেলেটার যদি কোন সংগঠন বা সমাজের বিত্তবানরা একটা মটর ভ্যানের ব্যবস্থা করে দিত তাহলে পরিবারটি উপকৃত হতো।
সোহাগের বাবা ওজিহার রহমান বলেন,সোহাগ আমার বড় ছেলে।এখান থেকে ৫/৬ বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে মেরুদন্ডের হাঁড় ভেঙ্গে যায়।অনেক চিকিৎসার পরেও ছেলে ভাল হইনি।এখন আপনাদের কাছে দাবি আমার ছেলের জন্য একটা মটরভ্যান।সে মটরভ্যান চালাইয়ে যেন তার ঔষধ কিনে খেতে পারে।যারা আমার ছেলের পাশে দাঁড়াবেন আমার পরিবারের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করবো।সোহাগের বাসায় যেতে চাইলে সরাসরি চলে যেতে পারেন মাকসিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের পাশে।সেখানে ছোট একটা ঘরে তিনি থাকেন। সোহাগ এর সাথে যোগাযোগ করতে পারেন ০১৯২২৩১৬৯২১ বাবা ওজিহারের এই নাম্বারে।