December 9, 2024, 4:09 am

মৃত্যুচিন্তা গ্রাস করতে চলেছে বিতর্কিত লিখিকা তসলিমা নাসরিনের

Reporter Name
  • Update Time : Friday, January 20, 2023,
  • 24 Time View

মনোয়ার ইমাম ভারত থেকে ::
বিশ্বের বিতর্কিত বাংলাদেশের লিখিকা তসলিমা নাসরিনের অবস্হা খুব বেশি ভালো নয়, কিছুদিন আগে একটি প্রোগ্রামে যাওয়ার সময় শালোয়ার কামিজ পরা অবস্থায় পথে অগ্রসর হতে থাকে ঠিক সেই সময় উচ্চ ও খালা রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যায়। এবং তখন তিনি ভালো রকম চোট পেয়ে যান। এবং ডাক্তার এসে চিকিৎসা সেবা শুরু করেন। কিন্তু তার মধ্যে তসলিমা নাসরিনের পায়ের মধ্যে যে হাড় রয়েছে তার ফাটল ধরে যায়।

ডাক্তার বলেন তাকে ভাঙ্গা অংশ বাদ দিয়ে নতুন স্লিপার হাড় বসতে হবে ভাঙ্গা যায়গায়। তাতে রাজি হন। পরবর্তীতে যখন তার হাড়ের অস্থি মজ্জার মধ্যে নতুন স্লিপার হাড় লাগানো হয় তখন থেকেই তিনি চলাফেরা করতে পারছেন না। তসলিমা নাসরিন এই অবস্থার সৃষ্টি র জন্য ডাক্তারের উপর দোষারোপ করেন। কিন্তু ডাক্তার বলেন যে তসলিমা নাসরিনের বর্তমান অবস্থা র উপর ভিত্তি করে তার অস্থি স্হাপন করা হয়েছে।

তাছাড়া তার বয়স হয়েছে। এই মত অবস্থায় তসলিমা নাসরিনের বাহিরে চলাফেরা করতে পারছেন না। তার সামনে কিছু ভালো লাগছে না। তিনি বলছেন যে তার মৃত্যুর চিন্তা গ্রাস করতে চলেছে। যানের না কতদিন এই ভাবে জীবন জাপন করতে হবে। তসলিমা নাসরিন বর্তমানে হতাশায় ভুগছেন এক গোপন আস্তানায়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ISO,NO-QMS/012111/0919