১৩ সেপ্টেম্বর ২০২৩,মুন্সীগঞ্জ প্রতিনিধি:- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের দক্ষিণ সিংহের হাঁটি গ্রামের মুজিবুর শেখের বাড়ির নিকট পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত অর্ধগলিত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সোয়া ৮ টায় অজ্ঞাত (পুরুষ) ৩/৪ বছরের শিশুর লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এ ফুরকান জানান সকালে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় একটি ৩/৪ বছরের অর্ধগলিত শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশটির কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়।