সদরপুর প্রতিনিধিঃ আজ ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তক আয়োজীত সদরপুর উপজেলার দরবার হলে মাদক দ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য এক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় মাদক দ্রব্যের অপব্যাবহার রোধ কল্পে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। মাদক দ্রব্য প্রতিরোধে সরকারের জিরো টলারেন্সের ব্যাপারে জনগনকে সচেতন করার বিভিন্ন খসড়া কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সম্মানিত অতিথী, বিপুল চন্দ্র দাস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর। বিশেষ অতিথী ছিলেন, শামীম হোসেন, উপপরিচালক, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ফরিদপুর। আরো বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার। কর্মশালায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাশেল। উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ বিভিন্ন মসজিদের ঈমাম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যাক্তিগন।