১০ অক্টোবর ২০২৩,আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত মল্লিকা ছানাউল্লাহ আনছারী উচ্চ বিদ্যালয়ের আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা- ২০২৩ (৬ষ্ঠ হতে ৯ম নবম শ্রেণি) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে স্কুলের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম। মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন, স্কুলের সহকারী শিক্ষক মোঃ সোহেল রানা। উক্ত বিতর্ক প্রতিযোগিতা বিচারক ছিলেন, স্কুলের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোছাঃ লাকী খাতুন,সহকারী শিক্ষক মোঃ মাহমুদ হাসান।বিতর্ক প্রতিযোগিতা বিজয়ী দলসমূহ :৬ষ্ঠ শ্রেণি বিতর্ক বিষয়ঃ মানহীনতা নয়,মানসিকতার কারনে দেশীয় আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ (৬ষ্ঠ- ৯ম শ্রেণি)
বিদ্যালয়টির ৬ষ্ঠ শ্রেণি বিতর্ক বিষয় ছিলো-‘মানহীনতা নয় মানসিকতার কারনে দেশীয় পণ্য অবহেলিত” ।
বিজয়ী হয়েছে বিপক্ষ দল ৭ম শেণির বিতর্কের বিষয়ঃ বাল্য বিবাহ প্রতিরোধে পরিবারের ভুমিকা মুখ্য।বিজয়ী হয়েছে বিপক্ষ দল ৮ম শ্রেণির বিতর্কের বিষয়ঃ মুনাফা ভিত্তিক ব্যবসা পরিমাপ ভিত্তিক ব্যবসা অপেক্ষা অধিকতর লাভজনক এবং কার্যকর।বিজয়ী হয়েছে বিপক্ষ দল ৯ম শ্রেণির বিতর্কের বিষয়ঃ মোবাইল ফোনের অপব্যবহার মানব জাতি উন্নতির একমাত্র অন্তরায়। বিপক্ষ দল বিজয়ী হয়েছে উক্ত বিজয়ী দলগুলোর মধ্যে শ্রেষ্ঠ তার্কিক হিসাবে নির্বাচিত হয়েছে ৭ম শ্রেণি ছাত্রী মোছাঃ রুমানা খাতুন। এ সময় অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।