স্টাফ রিপোর্টার শ্রীপুর গাজীপুর :-গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে ফাঁকা গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি, গাড়ি ভাঙচুরের ঘটনায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লসহ ১২ জনের নামে মামলা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের মা রেখা রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোড়ল (২৮), ছাত্রলীগ কর্মী সিহাব হোসেন (২৪), উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হৃদয় শেখ (২৪), নয়ন (২৪), ইব্রাহিম খলিল (২৪), আনোয়ার হোসেন (২৮), মো. রুমান (২৪), শাকিল (২৮), সুজন (২৫), তাজারুল ইসলাম, (২৬), সুজন (২৬) এবং সিদ্দিকুর রহমান (২৪)। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হৃদয় শেখ ও জেলা ছাত্রলীগের কর্মী সিহাব হোসেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাতে ছাত্রলীগ নেতার নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং আগ্নেয়াস্ত্রের ফাঁকা গুলি ছোঁড়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় অস্ত্রধারীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করে ব্যাপক ভাঙচুরও চালায়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার দুজনের বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য গত ৩০ আগস্ট মধ্য রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাওনা চৌরাস্তার প্রশিকা মোড় এলাকায় ককটেলের বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোঁড়ে ও আতঙ্ক সৃষ্টি করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।